
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলামের হামলায় আহত বিএনপি কর্মী শহিদুল ইসলামের পরিবার, হামলার বিচার ও পরিবারের নিরাপত্তার দাবিতে ১৫ সেপ্টেম্বর (সোমবার) তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।আহত বিএনপি কর্মী শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন সংবাদ সম্মেলনে বলেন, আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে জহিরুল ইসলাম ও আবু বকর সিদ্দিক সহ তাদের সঙ্গীরা ১২ তারিখে হামলা করে গুরুতর আহত করেন। ঘটনার পর আমরা সন্ধ্যা ৭ টায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করি।পুলিশ ঘটনার ৭২ ঘন্টা অতিবাহিত হলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যব¯’া গ্রহণ করেনি। আসামিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার বিভিন্ন লোকজনের মাধ্যমে আমাদেরকে মামলা না করার জন্য ভয়-ভীতি দেখা”েছন। মামলা করলে আমি ও আমার মেয়ে সন্তান সহ সকলকে হত্যা অথবা গুম করার হুমকি দি”েছন, আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি পরিবারের পক্ষ থেকে আপনাদের (সাংবাদিক ) মাধ্যমে এই ঘটনার সু¯’ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আমার পুরো পরিবার বিএনপির রাজনীতির সাথে যুক্ত। আমি দেশ নায়ক তারেক রহমানের কাছে এই ঘটনায় বিচার চাই । উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুরে পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মী শহিদুল ইসলামের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন সদর উপজেলার পিরুজালী ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবু বকর সিদ্দিক সহ তার সঙ্গীরা। এই ঘটনায় ঐদিন সন্ধ্যায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন শহিদুল ইসলামের স্ত্রী সাবিনা ইয়াসমিন।



Discussion about this post