
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে।সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার তিনটি বিভাগের একযোগে এই ক্লাস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মোঃ আবুল হোসেন।কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আব্দুল বারী এবং ব্যব¯’াপনা বিভাগের প্রভাষক সোহাগ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মোঃ ফজলুল হক মুসুল্লী। এরপর অভিভাবক সদস্য মোঃ বদিউল আলম বাদল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক একেএম জাহিদ ছরুয়ার, ড. মিয়া মোহাম্মদ সেলিম, আলী নেওয়াজ ভূঁইয়া, আবু বকর সিদ্দীক, একেএম সায়েম এবং আজমেরী বেগম বক্তব্য রাখেন ।দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা গোলাপ ফুল দিয়ে নবীনদের বরণ করেন। এছাড়া ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিখিল চন্দ্র দাস এবং প্রভাষক সাব্বির আহ্মেদ সংগীত পরিবেশন করেন, যা অনুষ্ঠানের পরিবেশকে আনন্দময় ও উজ্জ্বল করে তোলে।



Discussion about this post