
নিজস্ব প্রতিবেদক,ময়মনসিংহ:- “আমরা কি আমাদের সন্তানদের হাতে ইয়াবা তুলে দেব? আমরা কি শহরকে হিরোইন আর গাঁজার দখলে ছেড়ে দেব? না,আর না!” এভাবেই ফুঁসে উঠেছে ময়মনসিংহবাসী। এলাকাবাসীর অভিযোগ—আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী কুখ্যাত জনির ছত্রছায়ায় একদল চিহ্নিত মাদক ব্যবসায়ী শহরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। প্রতিদিন প্রকাশ্যে ইয়াবা, হিরোইন আর গাঁজার বেচাকেনা চলছে। অথচ প্রশাসন নির্বিকার! অভিযোগে ফুঁসে উঠল নগরবাসী! “আমাদের ছেলে-মেয়েরা আসক্ত হচ্ছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে, অথচ জনি নামের এই গডফাদার প্রকাশ্যে হাসছে! এটা আর চলতে পারে না।” সম্প্রতি সচেতন নাগরিক সমাজ র্যাব ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগে বলা হয়েছে—জনি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করছে এবং বহু বছর ধরে মাদকের রাজত্ব কায়েম করেছে। চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কারা? অভিযোগে জনির ছত্রছায়ায় সক্রিয় কয়েকজনের নাম প্রকাশ করা হয়েছে— স্বপন মিয়া, সাং–কৃষ্টপুর। অপূর্ব, সাং–কৃষ্টপুর। ইয়াসিন, সাং–আটানি পুকুরপাড়। আশিক, সাং–কৃষ্টপুর নিউ কলোনি। রিয়াদ,সাং–বিহারী ক্যাম্প, পাটগোদাম। সাব্বির মিয়া,সাং–কৃষ্টপুর। নজরুল ইসলাম, সাং–পালপাড়া মোড় (হিরোইন ও গাঁজা ব্যবসায়ী)। সরাসরি হুঁশিয়ারি! “জনি ও তার দোসরদের গ্রেপ্তার করুন! তাদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করুন! না হলে এই শহর অচিরেই মাদকসেবীদের হাতে চলে যাবে।” এভাবেই এলাকাবাসী কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রশাসনের উদ্দেশে স্পষ্ট বার্তা– “আমরা চাই ময়মনসিংহ মাদকমুক্ত হোক। আমরা চাই আমাদের সন্তানরা স্কুলে যাক, গাঁজা-ইয়াবার নেশায় নয়। আমরা চাই প্রশাসন চোখ খুলুক। আজ ব্যবস্থা নিন, না হলে কাল ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।” প্রত্যাশা–সচেতন নাগরিক সমাজের প্রত্যাশা—র্যাব ও পুলিশ কঠোর পদক্ষেপ নিলে মাদকচক্র ভেঙে যাবে এবং ময়মনসিংহ শহর আবারও শান্তিপূর্ণ নগরীতে পরিণত হবে।



Discussion about this post