
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় চারটি মামলায় মোট ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় সরকারি সম্পত্তি দখল করে নির্মিত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পৌরসভা আইনে চারটি মামলা দায়ের করা হয়। এ সময় মামলার মাধ্যমে জরিমানা ধার্য হয় কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সঞ্জয় ঘোষের ৫০,০০০ টাকা, তিথি বেকারির পরিচালক মো. মিলন মিয়ার ২৫,০০০ টাকা, আদর্শ মিষ্টান্নের মালিক দীলিপ চন্দ্রের ১,০০০ টাকা ও মুনসুরপুর গ্রামের বাবুল মিয়ার ১,০০০ টাকা। উচ্ছেদ অভিযানে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আশরাফুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম বলেন, কালীগঞ্জে সরকারি সম্পত্তি জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণকারীদের ইতিপূর্বে নোটিশ দেওয়া হয়েছিল। দীর্ঘদিনেও তারা স্থাপনা সরায়নি, তাই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলো। সরকারি সম্পত্তিতে কোনো অবৈধ স্থাপনা থাকবে না। যারা স্বেচ্ছায় সরকারি সম্পত্তি থেকে অবৈধ স্থাপনা সরাবে, তাদের প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।



Discussion about this post