
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের গুরুদাসপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। আজ রবিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পর্যায়ের এই খেলা শুরু হয়। উদ্বোধন শেষে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ক্রীড়ামোদি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। খেলাগুলোর মধ্যে কাবাডি, হ্যান্ডবল, ফুটবল, দাবা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আক্তার, একাডেমিক সুপারভাইজার বজলুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২৫ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।



Discussion about this post