
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালেই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাষ্টার, উপজেলা জামায়াতে ইসলামির আমীর হাজী আফতাব উদ্দিন, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর ই জান্নাত, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির সাবেক আমীর মোহাম্মদ মাহমুদুল হাসান, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খায়রুল আলম, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর মিত্রসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং অন্যান্য সামাজিক সমস্যার বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, “শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন করা সম্ভব নয়। জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুললে মাদক, সন্ত্রাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা সমাধান সহজ হবে।” সভায় আরও বলা হয়, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি, গণমাধ্যমের ভূমিকা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদপত্র ও অন্যান্য মিডিয়া মানুষের সচেতনতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখে।



Discussion about this post