
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ফায়ার ফাইটারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম আহমেদ (পি এন: ৫০০৭৪৪)। তিনি গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর (সোমবার) টঙ্গীর সাহারা মার্কেট এলাকার একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ১০০ শতাংশ পুড়ে যায়। পরে তাকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শামীম আহমেদের বাড়ি নেত্রকোনা জেলায়। তার জন্ম ১৬ ফেব্রুয়ারি ১৯৮৫ খ্রি. এবং তিনি ১৬ আগস্ট ২০০৪ খ্রি. তারিখে ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ সন্তানের জনক ছিলেন। নিহতের সহকর্মীরা জানান, তিনি দায়িত্বশীল ও সাহসী একজন সদস্য ছিলেন। তার মৃত্যুতে পুরো ফায়ার সার্ভিস পরিবার গভীরভাবে শোকাহত।



Discussion about this post