
শফিকুল ইসলাম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে একজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খৈতুল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাবুল (৫৫)। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই জায়গায়র বাশগাড়ী গ্রামের ইসমাইল (৪০), মাধবদী থানার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯) এবং সদর থানার চর আলমখালী গ্রামের মো. ফারুক (৪০)।
স্থানীয়রা জানান, খৈতুল জামতলা এলাকার মাজহারুল ইসলাম এর মালিকানাধীন বহুতল ভবনের বাউন্ডারি দেয়ালটি আগেই নড়বড়ে হয়ে ছিল। সম্প্রতি মাজহারুল দেয়ালের ওপর নতুন করে ইটের গাঁথুনি দিয়ে শক্ত করার চেষ্টা করেন। বুধবার সকাল থেকে তিনি শ্রমিক দিয়ে ভাঙা ইটের শুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের দেড় ফিট ফাঁকা জায়গায় জমা করছিলেন। অতিরিক্ত ওজনের চাপেই একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। এ সময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে দুপুর ১২টার দিকে বাবুল মারা যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ বলেন,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত চারজন চিকিৎসাধীন আছেন। প্রথম ভাবে ধারণা করা যাচ্ছে বাড়ির মালিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন রয়েছে।



Discussion about this post