
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- ঢাকার সাভারের আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাইপাইল-আব্দুল্লাহ সড়কে এ কর্মসূচি শুরু হয়। অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা রাজি না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, আগস্ট মাসের বকেয়া বেতনসহ সব পাওনা পরিশোধ করতে হবে এবং কারখানা খুলে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। এদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরে মঙ্গলবার অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় বৈঠকে মালিকপক্ষ জানায়, বিদ্যুৎ-গ্যাস সংকট ও পর্যাপ্ত অর্ডার না থাকায় আগামী ২৫ সেপ্টেম্বর থেকে নাসা গ্রুপের কার্যক্রম বন্ধ থাকবে। তবে সমঝোতা অনুযায়ী শ্রমিকদের আগস্ট মাসের বেতন ১৫ অক্টোবর, সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবর এবং অন্যান্য পাওনা ৩০ নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, “শ্রমিকরা সড়ক অবরোধ করায় যান চলাচল বিঘ্নিত হয়েছিল। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হয়েছে।” উল্লেখ্য, নাসা গ্রুপের ১৬টি কারখানা বন্ধ ঘোষণার পর থেকেই শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। এর আগে তারা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।



Discussion about this post