
মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি :- শারদীয় দুর্গাৎসব-২০২৫ উপলক্ষে ডিআইজি, খুলনা রেঞ্জ জনাব মোঃ রেজাউল হক, পিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলা পুলিশের উদ্যোগে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে। মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম “পূজা ডিরেক্টরি” এবং মোটো “শান্তির উৎসব,সুরক্ষার অঙ্গীকার”। সকল এন্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী এই মোবাইল অ্যাপ্লিকেশনটির সেবা গ্রহণ করতে পারবে।”শান্তির উৎসব, সুরক্ষার অঙ্গীকার” স্লোগানকে বাস্তবতায় রূপ দিতে একদিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার নম্বর প্রদান, অপরদিকে জেলার সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ ও প্রতিটি মন্দির/মন্ডপ নেতৃবৃন্দের সাথে জেলা সকল স্তরের মানুষের নিবিড় যোগাযোগ স্থাপনের লক্ষ্যে এই অ্যাপ্লিকেশনে সৃষ্টি। এই অ্যাপ্লিকেশনের ‘মন্দির খুঁজুন’ অপশনে ক্লিক করলে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে যেসব মন্দির/মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে তার গুগল ম্যাপ লোকেশন পাওয়া যাবে। এছাড়া উক্ত মন্দিরের সভাপতি, সেক্রেটারি ও স্বেচ্ছাসেবক টিম লিডার এর নাম ও মোবাইল নম্বর পাওয়া যাবে। ঝিনাইদহ জেলা পুলিশ অপশনে ক্লিক করলে ঝিনাইদহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বরত পুলিশ অফিসারদের মোবাইল নম্বর পাওয়া যাবে। সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ অপশনে ঝিনাইদহ জেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্বকারী সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের নাম ও মোবাইল নাম্বার পাওয়া যাবে। এই অ্যাপ্লিকেশনে কন্ট্রোল নম্বর বলে একটি অপশন আছে যে অপশনে ক্লিক করলে ঝিনাদহ জেলা পুলিশ কন্ট্রোল রুম, রেঞ্জ কন্ট্রোল রুম, খুলনা ডিআইজি অফিস এবং ঝিনাইদহ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের নম্বর পাওয়া যাবে। এই নম্বর সমূহে ২৪/৭ ফোন করা যাবে। এটি ঝিনাইদহ পুলিশের একটি অন্যতম আবিষ্কার।



Discussion about this post