
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে গ্রামীণ জুয়েলার্সের মালিক স্বর্ণ ব্যবসায়ী দুলাল পালকে কুপিয়ে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চাপাইর ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে দোকানের কাজ শেষে দোকানের স্বর্ণালংকার নিয়ে বাড়ি ফিরছিলেন দুলাল। তিনি কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে।
এসময় তার কাছে থাকা স্বর্ণের ব্যাগ লুট করার চেষ্টা করে তারা। এসময় তিনি বাধা সৃষ্টি করলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে। এসময় স্বর্ণ ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।’



Discussion about this post