
স্টাফ রিপোর্টার, গাজীপুর :- গাজীপুরের কোনাবাড়িতে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে স্কুলের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কৃষ্ণ বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে বলেন,আপনারা পাঠদানে আরো মনোযোগী হবেন বলে আমি বিশ্বাস করি। তিনি বলেন আপনাদের সকল চাহিদা আমরা আপনাদের পাশে থেকে সার্বক্ষণিক দেখভাল করার চেষ্টা করব। তিনি বলেন,আমরা আশা করবো আপনাদের পাঠদানের মাধ্যমে গাজীপুর জেলার মধ্যে মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ স্কুল হিসেবে পরিচিতি লাভ করবে। শিক্ষার্থীদের আদর্শিক নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক এবং অভিভাবককে সমান দায়িত্ব পালন করতে হবে।
মুহাম্মদ আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আজগর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ি থানা বিএনপির সহ-সভাপতি মোঃ রেজাউল করিম মাস্টার,৯ নং ওয়ার্ড বিএনপির,সভাপতি আমিনুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, কোনাবাড়ি থানা মহিলা দলের সভাপতি স্বর্ণা চাকলাদার, কোনাবাড়ি থানা বিএনপির প্রচার সম্পাদক মোঃ পিয়াস চাকলাদার, সহ প্রচার সম্পাদক এনামুল হক,কোনাবাড়ি থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ওয়াসিফ সালিম।
এছাড়াও অত্র বিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী বিল্লাহ হোসেন ও শহিদুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবধর্না প্রদান করেন।



Discussion about this post