
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরে ভাস্কর বাগচী (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লালবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি একই এলাকার চান্দু বাগচীর ছেলে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, স্বজনরা বাইরে থেকে বাড়ি ফিরে রাতে ভাস্কর বাগচীকে বাড়ির সিঁড়ির রডের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভাস্কর বাগচীকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের পরই নিশ্চিতভাবে বলা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহত ভাস্কর বাগচী নাটোর জজ কোর্টের আইনজীবী ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ছিলেন।সেই সাথে তিনি নাটোর কর আইনজীবী সমিতির সদস্য এবং সাবেক সাধারন সম্পাদক ছিলেন। তিনি খুবই হাসিখুশি ও সাংস্কৃতিমনা মানুষ ছিলেন। তার মৃত্যুতে নাটোরের সকল শ্রেণী পেশার মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে । আজ দুপুর দুইটার সময় নাটোর কেন্দ্রীয় মহাশ্মশানের তার অন্তেষ্টিক্রিয়া সম্পুর্ণ হবে।



Discussion about this post