
শফিকুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ৪৯ নং ওয়ার্ডের এরশাদ নগর এলাকায় এই প্রচারণা অনুষ্ঠিত হয়। প্রচারণায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া প্রধান, সিনিয়র সহ-সভাপতি সাজাহান মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মাহমুদ, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা মুক্তাদির আহমেদ লিপু মোল্লা, ছাত্রদল নেতা নূর মোহাম্মদ, মুরসালিন মুন্না,ও রাহিব হোসেন প্রমুখ। প্রচারণাকালে সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় রূপকল্প। দেশের জনগণের অধিকার, বিচারব্যবস্থা, শিক্ষা ও অর্থনৈতিক মুক্তির জন্য এই দফাগুলো বাস্তবায়ন করা হবে। বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে, থাকবে এবং ইনশাআল্লাহ সফল হবে। তিনি আরও বলেন, আমরা জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি সত্য ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য।



Discussion about this post