
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে এক কলেজ শিক্ষককে জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী আইনে একটি মামলা রয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের সামনে এ ঘটনা ঘটে। আটক শিক্ষক হানিফ উদ্দিন, তিনি ওই প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত। পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় জনতা শিক্ষক হানিফ উদ্দিনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে। পরে যাচাই-বাছাইয়ে জানা যায়, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুন অর রশিদ বলেন, “আমরা জানতে পেরেছি, হানিফ উদ্দিনের বিরুদ্ধে মামলা আছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশে দিয়েছে।” অন্যদিকে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ জানান, “উত্তরা পশ্চিম থানার মামলার পরিপ্রেক্ষিতে শিক্ষক হানিফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।



Discussion about this post