
আল আমিন, নাটোর প্রতিনিধি :- কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পি আর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলাম। আজ বুধবার সকাল ১০টার দিকে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলাম নাটোর শহর শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমীর অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও নাটোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারী সাদেকুর রহমান, জেলা সহকারি সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, শহর শাখার আমীর রাশেদুল ইসলাম, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান প্রমূখ। এসময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি ছাড়া জুলাই সনদ ভিত্তিহীন। দ্রুততম সময়ের মধ্যে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ ৫ দফা দাবি জানান।বক্তারা আরোও বলেন পিআর ছাড়া জুলাই সনদ ভিত্তিহীন। যারা জুলাই সনদে বিশ্বাস করেনা তারা এই গণঅভ্যুত্থান মেনে নিতে পারছেনা।তারা বাংলাদেশ নয় -দিল্লিতে বিশ্বাসী।



Discussion about this post