
মো. সাগর খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ০৩ টার সময় নিজের বাবার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরদেহ। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে প্রথমে মেরে গলায় উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মারা যাওয়ার দিন স্বামী-স্ত্রী একসাথে ছিল পরে রাতে সে দরজা বন্ধ করে জানালা খোলা অবস্থায় রেখে চলে যায়। এখন পর্যন্ত স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানাজানি হওয়ার আগেই পলাতক রয়েছে। অন্যদিকে বড় ভাই শাহজাদা ব্যবসার কাজে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় ছিলেন। বাড়িতে পাগল বাবা বাসায় ছিলেন। নিহতের বড় ভাই শাহজাদা বলেন, আমার বোনকে তার স্বামী রমজান সরদার পূর্ব পরিকল্পনাভাবে হত্যা করেছে। তিনি প্রায় সময়ই শারীরিক নির্যাতন করে আসছিলেন। বিছানায় রক্তাক্ত ভেজা অবস্থায় দেখা গেছে। আমরা এই ঘটনার সাথে জড়িত তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করি। নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার পিতা: আব্দুর রহমান এর মেয়ে রাহিমা (২০)। তার একটি ৪ বছরের ছোট মেয়ে আছে। এব্যাপারে মির্জাপুর থানার এস আই প্রদীপ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত চলমান আছে। যদি ঘটনার সাথে কেউ জড়িত থাকে সেই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



Discussion about this post