
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস ২০২৫ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে সাদা ছড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। তবে অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিরা কেউই উপস্থিত ছিলেন না। শনিবার সকালে টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের এরশাদ নগর ৫নং ব্লকের জাগরণী মিশন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে ২৫৮ জন দৃষ্টি প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মাঝে সাদা ছড়ি ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. কামরুল ইসলাম (কামু), সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মো. জসিম উদ্দিন জুয়েল। অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিক দৃষ্টি প্রতিবন্ধী অভিযোগ করেন, সভাপতি ও বিএনপি নেতা দাবিদার কামরুল ইসলাম কামুর বিরুদ্ধে নানা ধরনের অপকর্ম ও অভিযোগ স্থানীয় প্রশাসন এবং সচেতন মহলের কাছে রয়েছে। এই কারণেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন, বিশেষ অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জাহিদুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মদসহ কেউই উপস্থিত ছিলেন না। তবে স্থানীয় ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতা এবং সহযোগী সংগঠনের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে মো. কামরুল ইসলাম কামুকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোনেও যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে স্থানীয় সচেতন মহলে অনুষ্ঠানের অতিথিদের অনুপস্থিতি ও সভাপতির বিরুদ্ধে অভিযোগ ঘিরে নানা আলোচনা চলছে। অনেকে মনে করছেন, এসব বিতর্ক অনুষ্ঠানের ইতিবাচক উদ্দেশ্যকে ছাপিয়ে গেছে।



Discussion about this post