
আল আমিন, নাটোর প্রতিনিধি :- ঢাকা লকডাউনের সমর্থনে গভীর রাতে নাটোরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
১৩ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে নাটোর-বগুড়া মহাসড়কে এ মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীরা। মিছিলের ভিডিও করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে তারা। এসময় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মুক্তির দাবী জানিয়ে শ্লোগান দেন তারা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, জেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা পরিকল্পনায় সংশ্লিষ্টতার অভিযোগে আওয়ামী লীগের ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।



Discussion about this post