
আল আমিন, নাটোর প্রতিনিধি:- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা প্রতিরোধে নাটোরে মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে জেলা জামায়াত। আজ বৃহস্পতিবার সকালে শহর জামায়াতের আয়োজনে শহরের বড় হরিশপুর এলাকা থেকে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন বের করে জামায়াত নেতা-কর্মীরা। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামীলীগের নেতা কর্মীরা নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।



Discussion about this post