
নিজস্ব প্রতিবেদক :: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের পক্ষ থেকে ঢাকার প্রবেশমুখগুলোতে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। সকাল থেকে রাজধানীতে প্রবেশের প্রধান দুটি পথ আমিনবাজার ও আশুলিয়া বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
গণ পরিবহনে পুলিশের তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশী তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি বাড়ানে হয় গোয়েন্দা নজরদারি। এছাড়াও সেনাবাহিনী ও র্যাবের পক্ষ থেকেও টহল অব্যাহত ছিলো। তবে লকডাউনকে ঘিরে সাভার-আশুলিয়ার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল আলম জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা বুধবার থেকেই জন নিরাপত্তার জন্য চেকপোস্ট বসিয়ে কার্যক্রম চালাচ্ছি। তবে চেকপোষ্ট থেকে এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। যান চলাচল স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। বিশেষ করে দূরপাল্লার পরিবহনের সংখ্যা কম থাকায় মানুষের ভোগান্তিও ছিলো চোখে পড়ার মতো।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘রাস্তায় ব্যক্তিগত গাড়ির চলাচল স্বাভাবিক থাকলেও গণপরিবহন ও দূরপাল্লার যানবাহন কিছুটা কম চলেছে। যাত্রীও অন্যদিনের তুলনায় অনেকটা কম। তবে বিকেলের পর থেকে সড়কে যান চলাচল বৃদ্ধি পারে বলে জানান তিনি। এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনের প্রতিবাদে সাভার-আশুলিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ মিছিলটি মহাসড়কের বিভিন্নস্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল থেকে এসময় বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নাশকতা রোধে মাঠে থাকার ঘোষণা দেন।
এছাড়া যুবদল নেতা শাওন সরকারের উদ্যোগে মটর শোভাযাত্রাসহ মানুষের জানমাল রক্ষার্থে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এসময় যুবদলের নেতাকর্মীরা আমিনবাজার থেকে শুররু করে নবীনগর পর্যন্ত সড়কে মটর শোভাযাত্রা করে এবং বিভিন্ন এলাকা ঘুরে তেঁতুলঝোড়া এলাকার লালন সিএনজি স্টেশনে এসে শেষ হয়।
অন্যদিকে আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন, আশুলিয়া থানায় ১১ জন এবং ধামরাই থানায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত বলে জানিয়ে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস) মোঃ আরাফাতুল ইসলাম বলেন, নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদারের লক্ষে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের প্রস্ততি রয়েছে।



Discussion about this post