
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভারঃ সাভারে আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সাভার পৌর বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল মোহরা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল-সন্ধ্যা থেকে ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-পরিবারকল্যাণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১৯ আসনের মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
সাভার পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় ওবায়দুর রহমান অভি ও ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফের সমন্বয়ে আয়োজিত এই মোটরসাইকেল মোহরাটি ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় থেকে শুরু হয়ে রেডিও কলোনি পর্যন্ত গিয়ে শেষ হয়।
মোহরায় শতাধিক মোটরসাইকেল নিয়ে সাভার পৌর বিএনপির নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। তারা দলের পতাকা, ব্যানার ও স্লোগানসহ শান্তিপূর্ণভাবে সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
সাভার পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম আরিফ বলেন,
“ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে সাভার পৌর বিএনপি মাঠে রয়েছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ বিজয় আমাদের হবেই।”
মোটরসাইকেল মোহরার মাধ্যমে সাভার বিএনপির নেতাকর্মীরা তাদের ঐক্য, শক্তি ও গণআন্দোলনের প্রস্তুতির বার্তা তুলে ধরেন।



Discussion about this post