
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বারুইপাড়া বিট অফিস এলাকায় বনের জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিটঘাড়ের কর্মীকে অর্ধেক টাকার বিনিময় দিয়ে বনের জমিতে ঘর, বাথরুম ও গোসলখানা নির্মাণের সুযোগ করে দেওয়া হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, বারুইপাড়া বিট অফিস সংলগ্ন হাবিবুর এলাকার তাসলিমা ও তার স্বামী ফিরোজ বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন। একইভাবে তাদের পাশে অঞ্জনা ও তার স্বামী হানিফও ইট দিয়ে বাথরুম ও গোসলখানা তৈরি করছেন।
এছাড়া মোঃ নুর আহমেদ নামে এক ব্যক্তি প্রায় ১৩,০০০ টাকা বিনিময়ে বনের জমিতে স্থাপনা নির্মাণের সুযোগ পাচ্ছেন বলে অভিযোগ রয়েছে এবংএই নুর আহমেদ ৫ই আগস্ট থেকে ধরে ভিন্ন জায়গা এসব স্থাপনা নির্মাণে করা জন্য অনেক অবৈধ লোকের সাথে হাত মিলিয়ে বন বিভাগের জমি ঘরবাড়ি নির্মাণ করার সুযোগ করে দেন বন বিভাগের সংশ্লিষ্টদের নীরব ভূমিকা নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, বনের জমিতে অবৈধ দখল ও স্থাপনা নির্মাণের কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং বনের গাছ পালা কেটে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



Discussion about this post