
স্টাফ রিপোর্টার খায়রুল ইসলাম অভি সাভারঃ মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপি নেতা খোরশেদ আলমের নেতৃত্বে নেতা কর্মীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণার কথা থাকাকে কেন্দ্র করে সাভারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রবিবার সন্ধ্যার পর থেকে খোরশেদ আলমের নেতৃত্বে ঢাকা–আরিচা মহা সড়কে অবস্থান নেয় ঢাকা জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন মো. খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল শোডাউন ঘিরে পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উত্তেজনা ও তৎপরতা।সন্ধ্যার পর থেকেই সাভার থানা বাসস্ট্যান্ড, রাজফুলবাড়িয়া, হেমায়েতপুর, আমিনবাজার পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন নেতা কর্মীরা। এসময় খোরশেদ আলমের নেতৃত্বে বিশাল মিছিল সাভারের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে স্লোগানে মুখরিত করে তোলে পুরো মহাসড়ক।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের দাবি— দেশের মানুষ ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফেরত পেতে আজ রাস্তায় নেমেছে। স্লোগানে স্লোগানে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।অবস্থান কর্মসূচীর সময় সংক্ষিপ্ত বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, “দেশের মানুষ আজ ন্যায়বিচার চায়, গণতন্ত্র চায়। মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিচার দেখতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ। সাধারণ মানুষ সহ আমরা শেখ হাসিনার ফাঁসি চাই। আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থেকে জনগণের অধিকার হরণ করেছে।”
তিনি আরও বলেন,“আগামীকালকের রায় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হাসিনা ও তার দলের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে— তাদের দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
ঢাকা–আরিচা মহাসড়কজুড়ে রাতভর অবস্থানের ঘোষণা দিয়েছে আন্দোলনরত নেতাকর্মীরা।এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। আশপাশের এলাকায় নজরদারি, টহল ও চেকপোস্ট বসানো হয়েছে।



Discussion about this post