
আল আমিন, নাটোর প্রতিনিধি :- ৩য় দিনের মতো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বঞ্চিত প্রভাষকদের সহকারি অধ্যাপক পদে পদোন্নতির আদেশ জারির আগ পর্যন্ত “নো প্রোমোশন, নো ওয়ার্ক” ঘোষণা করেছে নাটোর বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ ও নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ ইউনিট। সোমবার সকালে কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষা প্রভাষকদের এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।আয়োজিত এই কর্মসূচিতে তারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে জানান“নো প্রোমোশন, নো ওয়ার্ক”—পদোন্নতির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। বক্তারা বলেন, যোগ্য প্রভাষকদের ন্যায্য পদোন্নতি না হওয়ায় শিক্ষকদের মাঝে হতাশা তৈরি হয়েছে, যা শিক্ষা কার্যক্রমকেও প্রভাবিত করছে। তারা দ্রুত পদোন্নতির প্রজ্ঞাপন দাবি জানান এবং দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন। এসময় উপস্থিত থেকে বক্তব্য দেনএন এস সরকারি কলেজের প্রভাষক ও বিসিএস সাধারণ শিক্ষা নাটোরের সদস্য সচিব মাহমুদ হাসান, রিপন হোসেন সহ অন্যান্য প্রভাষকগন।এসময় পদোন্নতি বঞ্চিত সকল প্রভাষকগন উপস্থিত ছিলেন।



Discussion about this post