
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাসহ জাল খতিয়ান ও দলিল সৃষ্টিকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে শাস্তি ও ন্যায় বিচার দাবি করে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করছেন ভূক্তভোগীরা। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূক্তভোগী ৪৮ টি পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করে। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা হয়। এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ভূক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা, জামাল মিয়া। ভূক্তভোগীদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার ভুক্তভোগী ৪৮ টি পরিবারের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল জালিয়াতির মাধ্যমে জবর দখল করছে। বিষয়টি নিয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বক্তারা অভিযোগ করেন, গেল বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ দায়ের করা অভিযোগের তদন্ত করেন নি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভুমিদস্যু চক্রকে বেদখলের সুযোগ করে দিয়েছেন। এছাড়া অসাধু ভূমি কর্মকর্তাদের বাঁচাতে নথি গায়েব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমিদস্যু হযরত ও মান্নান গংদের যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর বলে চিহ্নিত করেছেন সেইসব কাগজপত্রকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন ভূক্তভোগীরা।



Discussion about this post