
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার:- সাভারের গেন্ডা ইমু সাহেবের বালুর মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে লাল–সবুজের অর্গানিক খাদ্য, কৃষি শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫। মাসব্যাপী এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকরা নিজেদের তৈরি পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন, যা মেলাকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও দর্শনীয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ পারভেজ হোসেন, এবং সার্বিক পরিচালনায় ছিলেন মোঃ সুলতান সেখ। মেলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও কার্যক্রম দেখভাল করছেন সেক্রেটারি মোঃ ইউসুফ মোল্লা। মেলায় রয়েছে নানা বৈচিত্র্যপূর্ণ আকর্ষণ মেলায় হাজারো পণ্যের সমারোহ অর্গানিক খাবার, কৃষিপণ্য, শিল্পজাত সামগ্রী, দেশীয় পোশাক, গয়না, বই, হস্তশিল্পসহ অসংখ্য স্টল। দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে— নাগরদোলা, বাচ্চাদের মিনি গাড়ি, দোলনা, জাম্পিং, বক্সিং, শুটিং, বেলুন ফোলানোসহ বিভিন্ন খেলা। এছাড়াও রয়েছে লটারি, মোটরসাইকেল খেলা, ফুচকা কর্নার, মালাইচা নবাবী চা, বইমেলা, সানগ্লাস ও বোরখা কর্নারসহ আরও বহু আকর্ষণ। মেলা পরিদর্শনে নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যান আজ মেলাটি পরিদর্শনে আসেন ধামরাই ফুটনগর এলাকার বংশী নদীর তীরে অবস্থিত নীলা বর্ষা রিভার কুইন পার্কের চেয়ারম্যান ও স্বপ্নদ্রষ্টা মোহাম্মদ বাবুল মিয়া। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং চা–নাস্তার আড্ডায় অংশ নেন। মেলার সার্বিক আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন— মেলাটি সত্যিই অত্যন্ত সুন্দর ও পরিপাটি ভাবে সাজানো হয়েছে। আমি আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই। সাভারের এই উদ্যোগ ব্যবসা, শিল্প ও সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।” আমি সাভারের সন্তান, এখানে আমার জন্ম ও বেড়ে ওঠা। তাই সাভারে এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করায় আয়োজকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। সবাইকে আহ্বান জানাই পরিবারসহ একবার হলেও মেলাটি ঘুরে দেখার জন্য মেলার সেক্রেটারি মোঃ ইউসুফ মোল্লা বলেন— “আমাদের লক্ষ্য ছিল সাভারের মানুষকে একটি মানসম্মত, পরিবারবান্ধব ও নিরাপদ মেলা উপহার দেওয়া। আমরা চেষ্টা করেছি এমন সব দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে, যারা সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্পক্ষেত্রে অবদান রাখছেন। দর্শনার্থী ও ক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করি—এই মেলা সাভারের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।” মাসব্যাপী এই বাণিজ্য মেলা প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।



Discussion about this post