
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৪১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে আজ শনিবার (২৯ নভেম্বর) সকাল পর্যন্ত সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, অভিযানে নলডাঙ্গায় ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত ও চুরি মামলার ১৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া সিংড়ায় থেকে বিভিন্ন মামলার মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি একটি চাপাতি, চাকুসহ মাদক উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরোও বলেন, অভিযানে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপ গানসহ আন্তঃজেলা ডাকাত শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অস্ত্র আইনে আটটি মামলা রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



Discussion about this post