
আল আমিন, নাটোর প্রতিনিধি :- শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ পদে নিয়োগ, ন্যায্য বেতন-ভাতা বৃদ্ধি, জনবল নিয়োগসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছেন নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারীরা। আজ শনিবার সকালে নাটোর চিনিকলের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ।
নাটোর চিনিকলের শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন— চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সাবেক সভাপতি ফিরোজ আলী, আতাউর রহমান, শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শিশির, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম।
এ সময় চিনিকলের শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা মানববন্ধনে দাবি জানিয়ে বলেন, মৌসুমি শ্রমিক-কর্মচারীদের স্থায়ী নিজ নিজ পদে নিয়োগ দিতে হবে। তা না হলে মিলে দক্ষ জনবল তৈরি হবে না। ফলে জনবলের অভাবে কলকারখানা বন্ধ হওয়ার সম্ভবনা থাকে। পে-কমিশনের মাধ্যমে যে প্রনোদনা দেওয়া হয়েছে, তা মজুরিতে অর্ন্তভুক্ত করে অতি দ্রুত প্রদান করতে হবে। চুক্তিভিত্তিক শ্রমিকদের মজুরি ৭৫০ টাকায় বৃদ্ধি করতে হবে। তা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
সরকারের কাছে আহবান, আমাদের শ্রমিক-কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করে আমাদের কাজে ফেরার সুযোগ সৃষ্টি করে দিন।



Discussion about this post