
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- চুয়াডাঙ্গায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামাল হোসেন–এর সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রি., রবিবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জনাব আশীষ কুমার বসু সভায় সভাপতিত্ব করেন।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ স্থানীয় উন্নয়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “উন্নয়ন ও সেবা প্রদানের ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে হবে। চুয়াডাঙ্গার উন্নয়নকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তা, জননিরাপত্তা, ভূমি সেবা ও স্থানীয় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
সভাপতি ও ইউএনও (ভারপ্রাপ্ত) জনাব আশীষ কুমার বসু বলেন, “নবাগত জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা আলমডাঙ্গায় প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি যোগ করবে। আমরা একসঙ্গে কাজ করে জনগণের সেবাকে আরও সহজ ও কার্যকর করব।” উপজেলা পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ভূমি সেবায় স্বচ্ছতা ও হয়রানিমুক্ত কার্যপ্রক্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়ন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সামাজিক নিরাপত্তা কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দ তাদের দপ্তরের কার্যক্রম, সমস্যাবলী ও সম্ভাব্য সমাধান নিয়ে জেলা প্রশাসকের কাছে মতামত তুলে ধরেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা উপজেলা প্রশাসনকে আরও গতিশীল করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। নবাগত জেলা প্রশাসকের প্রথম দিকের এ সফর স্থানীয় প্রশাসনে উৎসাহের সঞ্চার করেছে।



Discussion about this post