
নিজস্ব প্রতিবেদক:- গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন গাজীপুর জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার (এসপি) মোঃ শরিফ উদ্দীন। সোমবার বিকালে পুলিশ সুপারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করবে। জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং আইনশৃংখলা রক্ষায় পুলিশ সর্বাত্মক চেষ্টা চালবে। তিনি বলেন আইন বানানোই হয় মানার জন্য। সকলকে আইন মেনে চলতে হবে। তিনি জেলায় তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক রেজাউল বারী বাবুল, ইজাজ আহমেদ মিলন, আবুল হোসেন, মুহাম্মদ আবু হানিফা, আবুল হোসেন চৌধুরী প্রমুখ। এ সময় গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত হন।



Discussion about this post