
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- তিন দফা দাবিতে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ইউনিটের আয়োজনে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকগণ তাদের তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ রোধে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া অধ্যাদেশের স্কুলিং মডেল ও হাইব্রিড সিস্টেম বাতিল করে ঐতিহ্যবাহী ঢাকার সাত কলেজের স্বতন্ত্র কাঠামো বহাল রেখে অধিভুক্তির মাধ্যমে কলেজগুলোর বিদ্যমান কাঠামোতে স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকদের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একাডেমিক ও উপযুক্ত প্রশাসনিক পদে অন্তর্ভুক্ত করতে হবে। এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রতিটি টায়ারে যোগ্য সকল কর্মকর্তার পদোন্নতি নিশ্চিত করতে হবে।’ এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশীদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুন্সি আবু সাইফ, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খন্দকার রোকনুজ্জামান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এবং সরকারি কলেজ ইউনিটের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ।



Discussion about this post