
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের আচরণবিধি বাস্তবায়নে মাঠে নেমেছে আলমডাঙ্গা প্রশাসন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে সারা পৌর এলাকায় ব্যাপকভাবে পোস্টার, ব্যানার, ফেস্টুনসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ ও ডিসপোজাল কার্যক্রম পরিচালিত হয়। পৌরসভার সম্মানিত প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার–এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালনা করেন আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। সকাল থেকে পৌরসভার বিভিন্ন সড়ক, বাজার এলাকা, বাসস্ট্যান্ড, সরকারি-বেসরকারি স্থাপনা এবং জনসমাগমপূর্ণ এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এতে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এবং স্থানীয় প্রশাসনের নির্বাহী বাহিনী অংশ নেয়। অভিযান চলাকালে ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু জানান, “নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো দল বা ব্যক্তি প্রচারসামগ্রী ঝুলিয়ে রাখতে পারবে না। নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”পৌর প্রশাসক পান্না আক্তার বলেন, “নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের অভিযান শুধুমাত্র আইন প্রয়োগই নয়, পাশাপাশি একটি সুশৃঙ্খল ও নান্দনিক পৌর পরিবেশও নিশ্চিত করে। ”এদিকে, নানা দলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় পুরো পৌর এলাকায় নির্বাচনী প্রচারসামগ্রীর স্তুপ দ্রুত অপসারণ করা সম্ভব হয়। অপসারিত সামগ্রী যথাযথভাবে ডিসপোজালের ব্যবস্থা করা হয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান। সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখতে আগামী দিনগুলোতেও এই তদারকি অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



Discussion about this post