
গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ বাজার থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদের বাড়ি সংলগ্ন মাঠে গিয়ে র্যালি শেষ করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে ছাত্রশিবিরের ১০০০ নেতাকর্মী সাইকেল নিয়ে উপস্থিত ছিলেন এ সময় র্যালির নেতৃত্ব দেন কাপাসিয়ার বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন। আরো উপস্থিত ছিলেন কাপাসিয়ার ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল। সংক্ষিপ্ত আলোচনা সভায় সালাউদ্দিন আইয়ুবী বলেন ছাত্রশিবির কে এদেশের ছাত্র সমাজ একটি সুষ্ঠু ক্যাম্পাস নির্মাণ করতে দায়িত্ব দিয়েছে তেমনি আগামী নির্বাচনে ছাত্রশিবিরের মাধ্যমে একটি মাদকমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়াও সম্ভব। তিনি আরো বলেন আগামী নির্বাচনে ছাত্রশিবির অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য ভূমিকা পালন করবে।



Discussion about this post