
আল আমিন, নাটোর প্রতিনিধি :- মহান বিজয় দিবস উপলক্ষে নাটোরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী। স্বাধীনতার ৫৫ বছর পূর্তিতে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে জেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালি–পূর্ব সমাবেশে শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলী আল মাসুদ মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর ও নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনের এমপি প্রার্থী অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর আমীর মাওলানা রাশেদুল ইসলাম রাশেদ, সদর থানা আমীর মাওলানা মীর নুরুন্নবী, নলডাঙ্গা থানা আমীর মাওলানা আব্দুর রব মৃধা এবং ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পার হলেও দেশের মানুষ এখনো প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারেনি। তারা বলেন, মানুষ যদি সত্যিকার অর্থে স্বাধীনতা ভোগ করতে চায়, তবে আধিপত্যবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিমুক্ত দেশপ্রেমিক শক্তির হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। বক্তারা অভিযোগ করে বলেন, একটি মহল নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দৃঢ় কণ্ঠে বলেন, একবিন্দু রক্ত থাকা পর্যন্ত দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। জনগণ আর কোনো আধিপত্যবাদীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে না। সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।



Discussion about this post