
বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- আলমডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আনন্দধাম এলাকায় পৌরসভা কর্তৃক নির্মাণাধীন সরকারি ড্রেনের কাজে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেল সাড়ে ৪টায় আনন্দধাম এলাকায় আয়োজিত এই মানববন্ধনে নারী-পুরুষসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং অনুমোদিত নকশা অনুসরণ না করেই কাজ চালানো হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের মতামত সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে বলেও তারা দাবি করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা আনন্দধাম কল্যাণ কমিটির সহ-সভাপতি বাবলু মাস্টার, সোহরাব হোসেন, রেজাউল মাস্টার, সাবেক কাউন্সিলর ইলিয়াস হোসেন, সাবেক ছাত্রদল সভাপতি জাহিদ হাসান শুভ, আব্দুর রহমান, রাসেল হোসেন, বিপ্লব হোসেন, উজ্জ্বল হোসেন, মাহাবুল হোসেন মোল্লা, শহিদুল মোল্লা, আবুল কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা বলেন, পৌরসভা কর্তৃক নির্মিত এই ড্রেনটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর নির্মাণকাজে চরম অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ড্রেন উঁচু, কোথাও নিচু—ফলে স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। নকশা অনুযায়ী ড্রেনের প্রস্থ ও গভীরতা বজায় না রাখায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে পড়ার আশঙ্কা রয়েছে। এতে একদিকে যেমন জনচলাচলে বিঘ্ন ঘটবে, অন্যদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সরকারি অর্থ ব্যয় করে যে কাজ করা হচ্ছে, সেখানে কোনো স্বচ্ছতা নেই। নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালেও আমাদের কথা কেউ শুনছে না।”আরেক বক্তা অভিযোগ করে বলেন, “এই প্রকল্পে স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং কাজ তদারকির কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।”মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং মানসম্মতভাবে নতুন করে কাজ শুরুর দাবি জানান। একই সঙ্গে তারা বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে আলমডাঙ্গা পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন। তবে দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।



Discussion about this post