
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: আলমডাঙ্গায় ইসলামিক এডুকেশন সোসাইটি (আইইএস)-এর আয়োজনে আইইএস জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(২০ ডিসেম্বর) আলমডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরীক্ষার্থীদের শুভকামনা জানান। পরিদর্শনকালে ইউএনও পান্না আক্তার বলেন, “এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করে এবং মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উন্নয়নে এমন আয়োজন প্রশংসনীয়।”এসময় জামায়াতে ইসলামীর আলমডাঙ্গা উপজেলা আমীর শফিউল আলম বকুল সহ অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।আইইএস কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশের লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও জাতীয় পর্যায়ে এই মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পরীক্ষা চলাকালে কেন্দ্রজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়।



Discussion about this post