
মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের কাছ থেকে পাবলিক প্রসিকিউটর মারুফ সরোয়ার বাবু মনোনয়নপত্রটি গ্রহণ করেন। এসময় তার সঙ্গে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, খন্দকার আব্দুল জব্বার সোনা, এ্যাড. আসম আব্দুর রউফ, আব্দুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ,চুয়াডাঙ্গার ১ নির্বাচনীর ১৭৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ৫ লাখ ৭ হাজার ৪৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫১ হাজার ৯৭১ জন, নারী ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫০৩ জন ও তৃতীয় লিঙ্গের ৭ জন।



Discussion about this post