
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা স্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন আইনে মোট ৬টি মামলায় মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। আজ সোমবার (২২ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা পৃথকভাবে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালীগঞ্জ বাজার এলাকায় প্রথম অভিযান চালানো হয়। এ সময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ৪৬ ধারায় একজনকে একটি মামলায় ৫ হাজার, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯’-এর ১০৯ ধারায় একজনকে একটি মামলায় ৫০০ ও সড়ক পরিবহন আইন ২০১৮’-এর ৬৬ ধারায় একজনকে একটি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রথম অভিযানে মোট ৩টি মামলায় ৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এদিকে, একই সময় একই এলাকায় দ্বিতীয় অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮’-এর ৪৬ ধারায় একটি মামলায় একজনকে ৫ হাজার ও স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯’-এর ১০৯ ধারায় ২টি মামলায় দুইজনকে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে মোট ৩টি মামলায় ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পৃথক অভিযানে সর্বমোট ৬টি মামলায় ১৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে গাজীপুর বিএসটিআইয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, মো. আলামিন ভূঁইয়া, থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।



Discussion about this post