
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর-৩ (সিংড়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় তার সমর্থকরা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর কার্যালয় থেকে এ ফরম উত্তোলন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোছা: ফয়জুন্নেছা পুতুল, দাউদার মাহমুদের বাবা মো. আব্দুল জলিল বাবলু, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, চৌগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এডভোকেট আকরাম হোসেন। পরে উপজেলা কোর্টমাঠে দোয়া অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন। দাউদার মাহমুদ বলেন, মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। শেষদিন পর্যন্ত আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী। এছাড়াও দলীয় নেতাকর্মী ও সিংড়াবাসীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত।



Discussion about this post