
হানিফ পাঠান, গাজীপুর :- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশের প্রত্যাবর্তন উপলক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা টঙ্গী কাদেরিয়া মিলস গেট মাঠে জড়ো হন। পরে টঙ্গী প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণালী র্যালি বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে কলেজ গেট এলাকায় এসে শেষ হয়। র্যালি শেষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা, যুগ্ম আহ্বায়ক ফয়সাল হোসেন, বেনজির রহমান খান পিন্টু, সেলিম কাজল, শেখ সুমন, মশিউর রহমান ও আজিজুর রহমান টিপুসহ মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে। তারা অবিলম্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে যুবদলসহ সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদারের আহ্বান জানান। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।



Discussion about this post