
স্টাফ রিপোর্টার: খায়রুল ইসলাম অভি, সাভার:- সাভারে উদ্যোক্তা উন্নয়ন ও প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টায় সাভার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম সোস্যাল আপলিফটমেন্ট সোসাইটি (সাস)-এর বাস্তবায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি ও আর্থিক সহায়তায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন খান নঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শওকত আলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপপরিচালক মোঃ আব্দুল কাদের তালুকদার, বিশিষ্ট শিক্ষক নেতা মোঃ শফিক পাটোয়ারী, নিউজ টিভি বাংলার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ দিদারুল ইসলাম দিপু এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ বদিউল আলম। এছাড়াও অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাবুল মোরল, আয়কর আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী (জজ কোর্ট)। সালাহ্ উদ্দিন খান নঈম বলেন, “উদ্যোক্তা হতে হলে প্রথমেই প্রয়োজন সঠিক প্রশিক্ষণ ও দিকনির্দেশনা। প্রশিক্ষণের মাধ্যমে একজন মানুষ নিজের দক্ষতা বৃদ্ধি করে আত্মনির্ভরশীল হতে পারে। বর্তমান সময়ে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠাই পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।” তিনি আরও বলেন, “সরকার ও বেসরকারি উদ্যোগের সম্মিলিত প্রচেষ্টায় যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।” আলোচনা সভায় বক্তারা উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।


Discussion about this post