
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: “স্বনির্ভর মানুষ গড়ার আলোকিত আঙ্গিনা” এই স্লোগানকে ধারণ করে মহিউদ্দিন একাডেমি উদযাপন করতে যাচ্ছে তার ২য় বর্ষপূর্তি। এ উপলক্ষে আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ ইং একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও হাফেজ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পান্না আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো: মহিউদ্দিন, চেয়ারম্যান, মহিউদ্দিন একাডেমি। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন একাডেমির সহ-সভাপতি মো: জনির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা আলেম, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ। তাঁদের মধ্যে রয়েছেন— ড. নাছিরুদ্দিন আজহারী, প্রফেসর, কুষ্টিয়া ইউনিভার্সিটি। ড. শিব্বির আহমদ আজহারী, শাইখুল হাদীস, দারুল আরকাম, উত্তরা, ঢাকা। আবু জাবের আজহারী, এমফিল গবেষক, আল-আজহার ইউনিভার্সিটি, কায়রো, মিশর। আব্দুল কাদির, কান্ট্রি ডিরেক্টর (এফ সি এবি)। অনুষ্ঠানে একাডেমির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে এবং পবিত্র কুরআন হিফজ সম্পন্নকারী হাফেজ শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মহিউদ্দিন একাডেমি প্রতিষ্ঠালগ্ন থেকেই ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নৈতিক, দক্ষ ও স্বনির্ভর মানুষ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুই বছরের এই পথচলায় একাডেমির সাফল্য ও অগ্রযাত্রাকে স্মরণীয় করে রাখতেই এ আয়োজন। আয়োজক কমিটি জানিয়েছেন, শিক্ষানুরাগী ব্যক্তি, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি শিক্ষাবান্ধব ও অনুপ্রেরণামূলক মিলনমেলায় পরিণত হবে বলে তারা আশাবাদী।



Discussion about this post