
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। দলের হাইকমান্ডের এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই চুয়াডাঙ্গা জেলা জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার জোয়ার বইতে শুরু করে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, মাঠপর্যায়ে সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার বিবেচনায় শরীফুজ্জামান শরীফকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা। মনোনয়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে জেলা ও উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
মনোনয়ন প্রাপ্তির প্রতিক্রিয়ায় শরীফুজ্জামান শরীফ বলেন, “এই মনোনয়ন আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি চুয়াডাঙ্গার ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত অবদানের স্বীকৃতি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আমি কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবো।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরীফুজ্জামান শরীফের মনোনয়ন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থানকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে এটি আসন্ন রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে, বহুল প্রতীক্ষিত এই সিদ্ধান্তে চুয়াডাঙ্গা জেলার বিএনপির রাজনীতিতে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।



Discussion about this post