
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- আলহামদুলিল্লাহ। মাত্র দেড় থেকে দুই বছরের স্বল্প সময়ের মধ্যেই পবিত্র কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মহিউদ্দিন একাডেমির ছয়জন কৃতি শিক্ষার্থী। এই অসাধারণ সাফল্যে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে আনন্দ ও গর্বের আবহ। কোরআনের আলোয় নিজেদের জীবন আলোকিত করা এই ছয় “কোরআনের পাখি” হলেন—আলমডাঙ্গার বাবুপাড়ার কালাম জোয়ার্দারের ছেলে হাফেজ ইব্রাহিম খলিল, স্টেশনপাড়ার জহুরুল ইসলামের ছেলে হাফেজ আব্দুল্লাহ হাসিব, সোহাগ মোড়ের শাহজাহান আলীর ছেলে হাফেজ আল সাহাবির জাহান শোয়াইব, বাবুপাড়ার আনিছুর রহমানের ছেলে হাফেজ আশহাদ নাহিন, আলমডাঙ্গার আসাননগরের মানোয়ার হোসেনের ছেলে হাফেজ মাহবুব হুসাইন মারুফ এবং মিয়াপাড়ার কামাল হোসেনের ছেলে হাফেজ সোয়াইব সানভী। শিক্ষার্থীদের এই কৃতিত্ব উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত কিন্তু হৃদয়ছোঁয়া সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সদ্য হাফেজ হওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সৌদি পোশাকে সজ্জিত করেন আলমডাঙ্গা মহিউদ্দিন একাডেমির চেয়ারম্যান জনাব মহিউদ্দিন। এ সময় শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ব্যস্ত জীবনের মাঝেও শিশু-কিশোরদের কোরআনের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের এক অনিবার্য দাবি। মহিউদ্দিন একাডেমি সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছে। স্বল্প সময়ে হিফজ সম্পন্ন করা শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা এই মহাজাগতিকের মহামূল্যবান ছয় হাফেজের জন্য দোয়া করি—মহান আল্লাহ যেন তাঁদের দীনি জীবনে অটল রাখেন, কোরআনের আলোয় জীবন পরিচালনার তৌফিক দান করেন এবং ইসলামের উচ্চতর জ্ঞান অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দেন। আমিন।



Discussion about this post