
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:- দীর্ঘদিনের ত্যাগ, আন্দোলন-সংগ্রাম ও জনগণের পাশে থাকার স্বীকৃতি হিসেবে অবশেষে দলীয় মনোনয়ন হাতে পেয়েছেন চুয়াডাঙ্গা জেলা গণমানুষের নেতা, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। চুয়াডাঙ্গা–০১ আসনে দলীয় প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন প্রাপ্তিকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও আনন্দ। রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, আপসহীন নেতৃত্ব এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে অ্যাডভোকেট রাসেল ইতোমধ্যেই চুয়াডাঙ্গা জেলার একটি নির্ভরতার নাম হয়ে উঠেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থেকে তিনি গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছেন। আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অসহায়, নির্যাতিত ও বঞ্চিত মানুষের আইনি সহায়তা দিয়ে আসছেন। সামাজিক উন্নয়ন, শিক্ষা, যুবসমাজের কর্মসংস্থান এবং এলাকার অবকাঠামোগত উন্নয়নে তাঁর নানা উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, “এই মনোনয়ন আমার একার নয়, এটি চুয়াডাঙ্গা–০১ আসনের আপামর জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করাই আমার প্রধান দায়িত্ব।”তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা–০১ আসনকে একটি মডেল আসনে পরিণত করতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজকে আধুনিক ও দক্ষ হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত, মানবিক ও বৈষম্যহীন চুয়াডাঙ্গা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মনোনয়ন ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অ্যাডভোকেট রাসেলকে অভিনন্দন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, তাঁর নেতৃত্বে চুয়াডাঙ্গা–০১ আসন উন্নয়ন ও ন্যায়ের নতুন দিগন্তে এগিয়ে যাবে। দলীয় মনোনয়ন প্রাপ্তির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করলেন চুয়াডাঙ্গার এই গণমানুষের নেতা—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহল।



Discussion about this post