
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়, যেখানে দেশ, জাতি এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিএনপি নেতা সেকেন্দার আলীসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি কখনো ভুলবে না। তারা মহান আল্লাহর কাছে তার রুহের শান্তি ও মাগফিরাত কামনা করেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।



Discussion about this post