
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি : আলমডাঙ্গা পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মাছ বাজারটি এখন সাধারণ মানুষের চলাচলের জন্য এক বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাজারসংলগ্ন ফুটপাত দখল করে প্রতিদিন মৎস্য ব্যবসায়ীরা মাছ বিক্রি করায় পথচারীদের চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার সময় এ এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও বিশৃঙ্খলা। সরেজমিনে দেখা গেছে, মাছ বাজারের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও অনেক ব্যবসায়ী ফুটপাত ও সড়কের একাংশে অস্থায়ী টেবিল ও পলিথিন বিছিয়ে মাছ বিক্রি করছেন। ফলে পথচারীরা বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এতে শিশু, নারী ও বয়স্কদের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, মাছের পানি, আঁশ ও বর্জ্যে ফুটপাত পিচ্ছিল হয়ে থাকে। দুর্গন্ধে পথচারীদের চলাচল যেমন কষ্টকর হয়ে উঠছে, তেমনি পরিবেশও নষ্ট হচ্ছে। অনেকে বলেন, “প্রতিদিন বাজারের সামনে দিয়ে চলাচল করতে আমাদের নাক চেপে হাঁটতে হয়। কখন যে দুর্ঘটনা ঘটে, সেই ভয়ও কাজ করে।” রিকশাচালক ও যানবাহন চালকদের অভিযোগ, ফুটপাত দখলের কারণে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। এতে যানজট লেগেই থাকে। রোগী বহনকারী যানবাহন ও স্কুলগামী শিক্ষার্থীরাও পড়ছে চরম ভোগান্তিতে। মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বললে তারা জানান, বাজারের ভেতরে জায়গা সংকট ও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য তারা বাইরে বসতে বাধ্য হচ্ছেন। তবে এ বিষয়ে স্থায়ী কোনো সমাধান না থাকায় সমস্যাটি দিন দিন প্রকট হচ্ছে। এ বিষয়ে আলমডাঙ্গা পৌরসভার দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের দাবি, নিয়মিত মনিটরিং ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ জরুরি। শহরবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ফুটপাত দখলমুক্ত করবে এবং মাছ বাজার ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনবে। এতে একদিকে যেমন পথচারীদের দুর্ভোগ কমবে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও স্বাভাবিক যান চলাচলও ফিরবে।



Discussion about this post