
বশিরুল আলম,আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) থেকে:- চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭ ) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মর্যাদাশীল এই দুটি প্রতিষ্ঠানের সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিগত পরিচালনা পরিষদ নবনির্বাচিতদের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তরকালে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের বিগত কমিটির সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ , নতুন কমিটির সভাপতি নাজমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের বিদায়ী সভাপতি সরদার আল আমিন,নতুন কমিটির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুসাইন মালিক বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক আবুল হাশেম নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা সকল সদস্যকে নিয়ে একসাথে পথচলার অঙ্গীকার করেন। এবং আগামী দিনগুলোতে পরিচালনা পরিষদকে তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ এর তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী ২৭ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু, দুটি প্রতিষ্ঠানে একটি করে প্যানেল মনোনয়ন জমা দেয়ায় নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর দুটি প্রতিষ্ঠানে প্রতিদ্বন্দ্বী ২৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিতরা হলেন, সভাপতি-দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সহ-সভাপতি রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ), সাধারণ সম্পাদক প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা ), অর্থ সম্পাদক জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন (সময় টিভি), ক্রীড়া সম্পাদক খাইরুজ্জামান সেতু (দেশ টিভি), দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার (আমার দেশ) এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, সরদার আল আমিন (সম্পাদক ও প্রকাশক দৈনিক মাথাভাঙ্গা, প্রতিনিধি বাংলাভিশন), রাজীব হাসান কচি (প্রধান সম্পাদক আজকের খাসখবর, প্রতিনিধি দৈনিক জনকণ্ঠ ও চ্যানেল আই), আশরাফুল হক বিপুল আশরাফ (সম্পাদক ও প্রকাশক আজকের চুয়াডাঙ্গা, প্রতিনিধি এসএ টিভি), ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে) ও রিফাত রহমান (বণিক বার্তা ও জিটিভি)। অপরদিকে, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের নবনির্বাচিতরা হলেন, সভাপতি- এনটিভির প্রতিনিধি রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. পলাশ উদ্দিন (বিজয় টিভি), সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, জাগো নিউজ ও বাংলাদেশ বেতারে প্রতিনিধি হুসাইন মালিক, সহ-সাধারণ সম্পাদক শামীম রেজা (দৈনিক সকালের সময় ), অর্থ- সম্পাদক আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি), প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মশিউর রহমান (মানবজমিন), ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী ), দপ্তর সম্পাদক সনজিত কর্মকার (নয়া শতাব্দী ও কলকাতা টিভি ) এবং কার্যনির্বাহী সদস্য মিজানুল হক মিজান (দি নিউনেশন ও সোনালী বার্তা), মো. খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা) মো. আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ) এফ এ আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা ) ও মো. আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী )।



Discussion about this post