
নুরে আলম :- গাজীপুর মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের বোতাম ফ্যাক্টরি সংলগ্ন পালের মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৪ ঘটিকায় ১৭ নম্বর ওয়ার্ডের পালের মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন জনাব ইসলাম উদ্দিন ও আলাউদ্দিন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেত্রী হিসেবে দীর্ঘদিন মানুষের অধিকার ও ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। তাঁর রাজনৈতিক জীবনের নানা ঘটনা ও অবদান স্মরণ করে অনুষ্ঠানে আলোচনা করা হয়। এ উপলক্ষে সারাদেশে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোক ও আবেগঘন পরিবেশ বিরাজ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসন থানা বিএনপির সিনিয়র সভাপতি আজিজুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাঁর অবদান বিএনপি ও দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও পালের মাঠ জামে মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার নুরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন আজাদ, ফরিদুল ইসলামসহ এলাকার আরও অনেক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন কৃষিবি জামে মসজিদের ইমাম মাওলানা হাসনাহীন। দোয়ায় দেশের শান্তি, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।



Discussion about this post